গ্লোব বায়োটেকের টিকা অনুমোদন


প্রকৌশল নিউজ :
গ্লোব বায়োটেকের টিকা অনুমোদন
  • Font increase
  • Font Decrease

দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য করোনাভাইরাসের প্রয়োজনীয় টিকা উৎপাদন করার অনুমোদন পেয়েছে।

বুধবার ওষুধ প্রশাসন অধিদপ্তর গ্লোব বায়োটেককে এই অনুমোদন দিয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন প্রতিষ্ঠানটির গবেষণা ও উন্নয়ন বিভাগের প্রধান ডা. আসিফ মাহমুদ। 

ডা. আসিফ মাহমুদ জানান, তাঁরা এই টিকার নাম দিয়েছেন ‘বঙ্গভ্যাক্স’। টিকা উৎপাদনের পর গ্লোব বায়োটেক টিকার ট্রায়ালের অনুমোদনের জন্য চেষ্টা চালাবে বলেও জানান তিনি।

দেশে প্রথমবারের মতো কোনো প্রতিষ্ঠান হিসেবে গ্লোব বায়োটেক গত বছরের ২ জুলাই এই টিকা উদ্ভাবনের দাবি করে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় বাংলাদেশের গ্লোব বায়োটেকের নাম আছে। যে ১৫৬টি টিকা পরীক্ষামূলক প্রয়োগের পূর্বাবস্থায় আছে, তার মধ্যে গ্লোবের তিনটি টিকা আছে। 

গত বছরের ১৮ অক্টোবর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ডা. আসিফ মাহমুদ জানিয়েছিলেন, প্রাণীর ওপর তাঁদের টিকার সফল পরীক্ষা হয়েছে। তাঁরা ক্লিনিক্যাল ট্রায়ালের প্রস্তুতি নিচ্ছেন। ওই সময় গ্লোব কর্তৃপক্ষ জানিয়েছিল, তাঁরা তিনটি টিকা উদ্ভাবন করেছে। এগুলো হলো ডি৬১৪ ভেরিয়েন্ট এমআরএনএ, ডিএনএ প্লাজমিড ও  এডিনোভাইরাস টাইপ-৫ ভেক্টর।