চীনের হামলায় অরক্ষিত উইঘুর মুসলমানদের অধিকার: ইসলামী ঐক্যজোট


প্রকৌশল নিউজ রির্পোট:
চীনের হামলায় অরক্ষিত উইঘুর মুসলমানদের অধিকার: ইসলামী ঐক্যজোট
  • Font increase
  • Font Decrease

চীনের জিনজিয়ান অঞ্চলে উইঘুর মুসলমানদের বন্দি শিবিরে আবদ্ধ রেখে পাশবিক নির্যাতন ও নারীদের যৌন নিপীড়ন ও নির্যাতনের নির্যাতনের সংবাদে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।

বুধবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির চেয়ারম্যান ও মহাসচিব বলেন, কমিউনিষ্টপন্থী চীনের আগ্রাসী হামলার মুখে আজ অরক্ষিত উইঘুর মুসলমানদের অধিকার। বন্দি শিবিরে মুসলিম নারীদের পদ্ধতিগতভাবে ধর্ষণ করা হচ্ছে। পুরুণদের উপর চালানো হচ্ছে অমানবিক, পাশবিক নিযাতন। অরক্ষিত তাদের সাংস্কৃতিক ও আদর্শিক সীমান্ত।

তারা বলেন, ইসলামী দুনিয়া, আলেম উলামা, মুসলিম বুদ্ধিজীবী, রাজনীতিক, শিক্ষাবিদ ও লেখক এ বিষয়টি নিয়ে ক্ষুদ্ধ, ক্রুদ্ধ ও উদ্বিগ্ন। আমরা অবিলম্বে চীনকে উইঘুর মুসললিম নারী-পুরুষদের বন্দি শিবির থেকে মুক্তি দান এবং মুসলমানদের নিপীড়ন ও নির্যাতনের পথ থেকে সরে আসার আহবান জানাচ্ছি।

ইসলামী ঐক্যজোটের শীর্ষ নেতৃদ্বয় আরো বলেন, মুসলমান এক আল্লাহর উপর ভরসা করে চলে। আল্লাহর সন্তুষ্টির জন্যে সত্যের পক্ষে এবং মিথ্যার বিরুদ্ধে সংগ্রাম করে। তারা ভয়-ভীতি ও দুঃখ মুসিবতের তোয়াক্কা না করে দুর্জয় সাহসে এগিয়ে চলে। উইঘুর মুসলমানরাও একই পথের পথিক। তাদের পক্ষে কথা বলা আমাদের ঈমানী দায়িত্ব।

নেতৃদ্বয়, বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহকে উইঘুর মুসলমানদের উপর চীনের দমন-পীড়নের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহবান জানান।