ক্ষমতায় গেলে পিলখানা হত্যাকাণ্ডের পুনর্বিচার হবে : রিজভী


প্রকৌশল প্রতিবেদক:
ক্ষমতায় গেলে পিলখানা হত্যাকাণ্ডের পুনর্বিচার হবে : রিজভী
  • Font increase
  • Font Decrease

রাষ্ট্রক্ষমতায় গেলে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পিলখানা ট্রাজেডির পুনর্বিচারের উদ্যোগ নেবে বিএনপি। এমনটাই জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এসময় ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শোক দিবস ঘোষণা করা হবে বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘নিরপেক্ষ তদন্ত হলে এ ঘটনার নেপথ্যের নায়করা রেহাই পাবেন না। বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসীন হলে ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় শোকদিবস হিসেবে ঘোষণা করবে।’

এই বিএনপি নেতা বলেন, ‘দীর্ঘ এক যুগ পেরিয়ে গেলেও জবাব মেলেনি এ হত্যাকাণ্ড সম্পর্কিত অনেক প্রশ্নের। এই হত্যাকাণ্ডের যে তদন্তগুলো হয়েছিল, এর পূর্ণাঙ্গ কোনো তদন্ত এখনো জাতির সামনে প্রকাশ করা হয়নি। বিশেষ করে সেনাবাহিনী যে তদন্ত করেছিল, সেই তদন্ত এখনো আলোর মুখ দেখেনি। ফলে, স্বাভাবিকভাবে জাতির সামনে প্রশ্ন থেকেই গেছে এই ভয়াবহ রক্তাক্ত ঘটনার পেছনে মূল কারা ছিল, পরিকল্পনাকারী কারা ছিল, কারা লাভবান হয়েছে?’

প্রকৌশল নিউজ/এস