ব্যারিস্টার মওদুদের মরদেহ ঢাকায়


প্রকৌশল প্রতিবেদক :
ব্যারিস্টার মওদুদের মরদেহ ঢাকায়
  • Font increase
  • Font Decrease

ঢাকায় এসে পৌঁছেছে বিএনপি নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ। মরদেহের সঙ্গে সিঙ্গাপুর থেকে এসেছেন মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসীম উদ্দীন মওদুদ।

বৃহস্পতিবার (১৮ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

বিমানবন্দরে মওদুদ আহমদের মরদেহ গ্রহণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

বিমানবন্দর থেকে মরদেহ সরাসরি গুলশানে মওদুদ আহমদের বাসায় নিয়ে সেখান থেকে এভার কেয়ার হাসপাতালের হিমঘরে রাতে রাখা হবে।

শুক্রবার (১৯ মার্চ) সকাল ৯টা থেকে ৯টা ৪৫ মিনিট পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মরদেহ রাখা হবে। সেখানে সর্বস্তরের মানুষ প্রথিতযশা এ রাজনীতিককে শেষ শ্রদ্ধা জানাবেন। সকাল ১০টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রথম জানাজা হবে। সেখান থেকে নেয়া হবে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে। সেখানে বেলা ১১টায় জানাজা অনুষ্ঠিত হবে।

পরে মরদেহ নিয়ে যাওয়া হবে নোয়াখালীতে। দুপুর আড়াইটায় নোয়াখালীর কবিরহাট ডিগ্রি কলেজ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বিকেল ৪টায় বসুরহাট কোম্পানীগঞ্জ সরকারি মুজিব মহাবিদ্যালয় মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বিকেল সাড়ে ৫টায় মরহুমের নিজ বাসভবনের (মানিকপুর কোম্পানীগঞ্জ) সামনে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবরের পাশে দাফন সম্পন্ন করা হবে।

গত ১৬ মার্চ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান বিএনপির এ বর্ষিয়ান নেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী ও এক মেয়ে রেখে গেছেন।

প্রকৌশল নিউজ/এস