হাটহাজারীতে হেফাজত পুলিশ সংঘর্ষে নিহত ৪


প্রকৌশল নিউজ ডেস্ক:
হাটহাজারীতে হেফাজত পুলিশ সংঘর্ষে নিহত ৪
  • Font increase
  • Font Decrease

চট্টগ্রামের হাটহাজারীতে মোদি বিরোধী বিক্ষোভ মিছিল চলাকালীন হেফাজতে ইসলাম ও পুলিশের মধ্যে সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁরা মারা যান। হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য জানান।

তিনি বলেন, আজ শুক্রবার দুপুরে হাটহাজারীতে পুলিশের সঙ্গে হেফাজতের কর্মীদের সংঘর্ষের পর সেখান থেকে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চার জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতরা হলেন- হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থী রবিউল, মেহরাজ, জামিল ও আব্দুল্লাহ নামের স্থানীয় একজন।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ আগমণের প্রতিবাদে জুমার নামাজের পর হাটহাজারীতে বিক্ষোভ মিছিল বের করেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এ সময় পুলিশ তাদের নিষেধ করলে নেতাকর্মীরা থানায় গিয়ে ভাঙচুর চালান। পরে পুলিশ প্রতিরোধ করে।’

তিনি আরও বলেন, ‘হেফাজত নেতাকর্মীরা কোনও ধরনের উসকানি ছাড়াই মিছিল নিয়ে এসে থানায় ভাঙচুর চালায়। পরে পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’ 

হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজী বলেন, ‘জুমার নামাজের পর হেফাজত নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করছিল। এ সময় পুলিশ কোনও কারণ ছাড়াই হেফাজত কর্মীদের উদ্দেশে ফাঁকা গুলি ছোড়ে। বিষয়টিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে হেফাজত নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে।'

এ বিষয়ে হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘আজ দুপুরে জুমার নামাজের পর আমরা মোদিবিরোধী মিছিল বের করেছিলাম। মিছিল থানার সামনে যাওয়ার পর পুলিশ বিনা উস্কানিতে আমাদের ওপর গুলি চালায়।’

এর আগে, দুপুর আড়াইটার দিকে হাটহাজারীতে থানা, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বাংলো ও এসিল্যান্ডের কার্যালয়ে হামলার অভিযোগ পাওয়া যায়।