বিএনপি নেতা হান্নান শাহ'র স্ত্রী মারা গেছেন


প্রকৌশল প্রতিবেদক:
বিএনপি নেতা হান্নান শাহ'র স্ত্রী মারা গেছেন
  • Font increase
  • Font Decrease

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ'র স্ত্রী সৈয়দা ফাররুখ সুলতানা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার বিকেল সাড়ে ৩টা ৫ মিনিটে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রকৌশল নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৮ জুলাই উচ্চ রক্তচাপের কারণে ফাররুখ সুলতানাকে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১০ জুলাই তাকে সিসিইউতে সংকটাপন্ন অবস্থায় লাইফ সাপোর্টে রাখা হয়।

শায়রুল কবির খান জানান, ফাররুখ সুলতানার মৃত্যুতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।