ছাত্রদলের আন্দোলনের সামনে কোনো স্বৈরশাসকই টিকবে নাঃ শেখ আল ফয়সল
নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির এক দফা দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশে বিএনপির ডাকা সর্বাত্বক অবরোধের ৭২ ঘন্টা পার হয়েছে। আবারো নতুন করে ৪৮ ঘন্টার (৫ ও ৬ নভেম্বর) অবরোধ কমসূচী দিয়েছে বিএনপি।
অবরোধের তৃতীয় দিনে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি শেখ আল ফয়সল এর নেতৃত্বে ধানমন্ডি ২৭ এ বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। এসময় উপস্থিত ছিলো বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিনার হোসেন, সহসাধারণ সম্পাদক স্বজন মাহমুদ, ফিরোজ ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের শামীম মন্ডলসহ নেতা কর্মীরা।
এক সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদলের সহ-সভাপতি শেখ আল ফয়সল বলেন, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠায় দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সারাদেশে সর্বাত্বক অবরোধ কর্মসূচীসহ যে কোনো কর্মসচূীতে আগামী দিনে রাজপথে থাকবে ছাত্রদল।
অতীতে দেশের যে কোনো আন্দোলন ছাত্রদের অংশ নেয়া প্রসঙ্গে টেনে তিনি বলেন, ছাত্রদলের আন্দোলনের সামনে কোনো স্বৈরশাসকই টিকবে না।
প্রথম দফার অবরোধের শেষ দিন রাজধানীর বিভিন্ন জায়গায় খন্ড খন্ড মিছিল করেছে বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল, শ্রমিক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।