শিক্ষা প্রকৌশলে প্রধান প্রকৌশলীর পদ শূন্য !


মির্জা রুমন
শিক্ষা প্রকৌশলে প্রধান প্রকৌশলীর পদ শূন্য !
  • Font increase
  • Font Decrease

শিক্ষা খাতের উন্নয়ণে সরকার সর্বাধিক বাজেট বরাদ্দ প্রদান করে থাকে। শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণ, অবকাঠামো উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, মেরামত ও সংস্কার, আসবাবপত্র সরবরাহের মাধ্যমে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর (ইইডি) সরকার উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অথচ প্রতিষ্ঠানটির প্রধান প্রকৌশলী পদটি শুন্য। 

গত ১৯ নভেম্বর ইইডির প্রধান প্রকৌশলী বুলবুল আখতার অবসরে গেছেন।

তিনি অবসরে যাওয়ার পর অতিরিক্ত দায়িত্ব বা রুটিন ওয়ার্কেরও দায়িত্ব কাউকে দেয়নি শিক্ষা মন্ত্রণালয়। যার ফলে প্রতিষ্ঠানটির সারাদেশের উন্নয়নমূলক কর্মকান্ড স্থবির হয়ে পড়ছে। নতুন দরপত্র আহ্বান, পুরনো দরপত্রের নিষ্পত্তি, ঠিকাদারদের বিল ছাড়করণ, বিভিন্ন কেনাকাটায় অনুমতি, ডিজাইন ও ড্রয়িং অনুমোদন ছাড়াও ইইডির সব ধরনের প্রশাসনিক কাজে স্থবিরতা বিরাজ করছে। বিল না পেয়ে ঠিকাদাররা পড়েছেন অর্থিক সংকটে। প্রতি বছর এসময় অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন বিল ছাড় করানো হয়। যা প্রধান প্রকৌশলীর নির্দেশনা অনুযায়ী হয়ে থাকে। গুরুত্বপুর্ন পদটি শূন্য, দিক নির্দেশনার কেউ না থাকায় সারাদেশের কাজে স্থবিরতার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বেশ কয়েকজন প্রকৌশলী।

প্রধান প্রকৌশলীর পদ শুন্য থাকায় কাজের চাপ নেই,তাই শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ে গিয়ে দেখা যায় অলস সময় পার করছেন কর্মকর্তা-কর্মচারীগন। প্রধান প্রকৌশলীর পদটি দীর্ঘদিন শূন্য থাকলে পরবর্তিতে কাজের দীর্ঘসূত্রিতা ও নানা জটিলতার সৃষ্টি হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তা।