দশ হাজার রান করা মিতালিকে শুভেচ্ছা জানালেন শচীন


প্রকৌশল নিউজ ডেস্ক :
দশ হাজার রান করা মিতালিকে শুভেচ্ছা জানালেন শচীন
  • Font increase
  • Font Decrease

আন্তর্জাতিক নারী ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করেছেন ভারতীয় অধিনায়ক মিতালি রাজ। দ্বিতীয় নারী ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। তার আগে প্রথম নারী ক্রিকেটার হিসেবে ১০ হাজারের কোটা পূর্ণ করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক কারলোটি এডওয়ার্ড।

মিতালির এই অর্জনে শুভেচ্ছা জানিয়েছেন পুরুষ আন্তর্জাতিক ম্যাচে সর্বোচ্চ রান করার কীর্তি গড়া শচীন টেন্ডুলকার। ২২ বছর আন্তর্জাতিক ক্রিকেট খেলা ৩৮ বছর বয়সী মিতালিকে নিয়ে তিনি টুইট করেছেন, ‘মিতালি তোমার জন্য হৃদয় নিংড়ানো শুভেচ্ছা। অসাধারণ অর্জন। আরও শক্ত হয়ে খেলে যাও।’

শুক্রবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা নারী দলের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে ৩৬ রান করেই এই কীর্তি গড়েন তিনি। ১০ হাজারের মাইলফলক ছুঁতে মিতালির দরকার ছিল ৩৫ রান। তিনি দরকারের চেয়ে মাত্র এক রান বেশি করেই সাজঘরে ফিরে যান।

দেশের পক্ষে দারুণ এই কীর্তি গড়ার পথে মিতালি খেলেছেন ২১২ ওয়ানডে ম্যাচ। সেখান থেকে তিনি রান করেছেন ছয় হাজার ৯৭৪। এছাড়া ৮৯ টি-২০ খেলে তিনি করেছেন দুই হাজার ৩৬৪ রান। ভারতীয় দলের হয়ে ১০টি টেস্টও খেলেছেন মিতালি রাজ। করেছেন ৬৬৩ রান। তার টেস্টে সর্বোচ্চ ইনিংস ২১৪!

প্রকৌশল নিউজ/এস