সিরিজে টিকে থাকার মিশন টাইগারদের
তিন ওয়ানডে সিরিজে টিকে থাকার লক্ষ্য নিয়ে আগামী মঙ্গলবার ক্রাইস্টচার্চের হাগলি ওভালে দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়। সরাসরি দেখা যাবে বাংলাদেশ টেলিভিশন, গাজী টিভি ও টি-স্পোটর্স চ্যানেলে।
ভাল করার স্বপ্ন নিয়েই নিউজিল্যান্ডের মাটিতে পা রেখেছিল টাইগাররা। কিন্তু ডানেডিনে প্রথম ওয়ানডেতে ব্যাটসম্যানদের হতাশাজনক পারফরমেন্সের কারণে ৮ উইকেটে ম্যাচ হারে বাংলাদেশ।
সিরিজ শুরুর আগে বাংলাদেশ জানিয়েছিলো লড়াই করার জন্য তারা পুরোপুরি প্রস্তুত এবং নিউজিল্যান্ডের মাটিতে তাদেরকে প্রথমবারের মত হারাতে সব কিছুই করবে।
কিন্তু প্রথম ওয়ানডেতে নিজেদের সামর্থ্যের ধারে কাছেও যেতে পারেনি বাংলাদেশ। প্রথম ওয়ানডের ব্যর্থতায় নিউজিল্যান্ডের মাটিতে তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের হারের সংখ্যাটা ২৭-এ দাঁড়ালো (১৪টি ওয়ানডে, ৯টি টেস্ট ও ৪টি টি-টুয়েন্টি)।
তারপরও জয়ের আশা ছাড়তে নারাজ বাংলাদেশ। প্রথম ম্যাচের ভুলগুলো সংশোধন করার সুযোগ থাকছে দ্বিতীয় ওয়ানডেতে।
বিশেষভাবে ব্যাটিং-এ একত্রে জ্বলে উঠতে হবে ব্যাটসম্যানদের। যা প্রথম ওয়ানডের পর বলেছিলেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। সিরিজের ভালো করতে ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নেয়ার আহ্বান জানান তিনি।
তামিম বলেন, ‘বেশ কিছু সহজ আউট হয়েছে। কোন সন্দেহ নেই তারা (নিউজিল্যান্ড) খুবই ভালো বল করেছে। কিন্তু আমাদের নিজেদেরই দোষ দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা আমাদের ব্যাটিং নিয়ে গর্বিত, কিন্তু এ ম্যাচে সেটা যথেষ্ট ছিলো না। আমরা এখানে বেশ কয়েকদিন ছিলাম। নিজেদের প্রস্তুতি নিয়ে কোন অভিযোগ করতে পারি না। এটি আমাদের কাছে নতুন কিছু নয়। আমাদের কাছে প্রত্যাশা ভাল করা এবং আমরা আরও ভালো পারফরমেন্স করার আশা করি।’
প্রথম ম্যাচ হারের পরও বাংলাদেশ দলের এখনও বিশ্বাস, তারা ঘুড়ে দাঁড়াতে সক্ষম। বাংলাদেশের তরুণ অলরাউন্ডার মাহেদি হাসান বলেন, ‘প্রথম ম্যাচে আমরা যেভাবে হেরেছি, আমরা আসলে এতটা খারাপ দল নই।’
তিনি আরও বলেন, ‘প্রথম ম্যাচে কি হয়েছে, আমরা তা ভুলে যেতে চাই এবং দ্বিতীয় ম্যাচের দিকে মনোযোগি হতে চাই। আমাদের দলের কম্বিনেশন খুবই ভাল এবং আমরা যদি আমাদের সেরা পারফরম্যান্স করতে পারি, তবে ফলাফল আমাদের পক্ষেই আসবে।’
নিউজিল্যান্ডের মাটিতে কখনোই জয় পায়নি বাংলাদেশ। তবে পরিসংখ্যান বলছে, অন্তত ওয়ানডে ক্রিকেটে তাদের বিপক্ষে সাফল্য রয়েছে টাইগারদের। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের পাশাপাশি নিউজিল্যান্ডের বিপক্ষে ডাবল-ফিগারের জয় রয়েছে বাংলাদেশের। নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৬ ম্যাচে ১০টি জয় রয়েছে টাইগারদের।
১০টি জয়ের সবক’টি দেশের মাটিতে বা নিরপেক্ষ ভেন্যুুতে। লড়াই হয়েছে ২২ বার। এর অর্থ, নিউজিল্যান্ডের বাইরে, কিউইদের জন্য কঠিন প্রতিপক্ষ বাংলাদেশ।
মাহেদি বলেন, ‘প্রথম ম্যাচে আমাদের বোলাররা ভালো পারফরমেন্স করেছে। আশা করি, দ্বিতীয় ম্যাচে তারা ভালো করবে এবং ব্যাটসম্যানরা নিজেদের সেরাটা প্রদর্শন করবে।’
প্রকৌশল নিউজ/বাসস