করোনায় আইসিসি ইভেন্টের স্কোয়াড ৩০
করোনার প্রভাবে বৈশ্বিক ইভেন্টে স্কোয়াডের সদস্য সংখ্যা বাড়ানোর অনুমতি দিয়েছে আইসিসি। বিশেষ করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাড়তি ৭জন খেলোয়াড় ও স্টাফ সঙ্গে রাখতে পারবে দলগুলো। এর ফলে আগের তুলনায় স্টাফ ও খেলোয়াড় মিলিয়ে সদস্য নেওয়া যাবে মোট ৩০জন।
গত বছর সিনিয়র পুরুষ ও নারীদের ইভেন্টেই স্কোয়াডে স্টাফ ও খেলোয়াড় মিলিয়ে সদস্য সংখ্যা ২৩-এ সীমিত করেছিল আইসিসি। সেবার খেলোয়াড় রাখার নিয়ম ছিল ১৫ আর স্টাফ সর্বোচ্চ ৮জন।
এখন পরিবর্তিত নিয়মে খেলোয়াড় সংখ্যা বাড়ানো যাবে ২২ পর্যন্ত। সঙ্গে থাকবে বাড়তি সাপোর্টস্টাফ। আর এটা শুধু এই বছর অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপেই নয়, ২০২২ সালে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপেও বহাল থাকবে।
করোনা পরিস্থিতিতে ভ্রমণজটিলতা ও কোয়ারেন্টিন ইস্যুর বিষয়টি থাকায়, একই সঙ্গে ইনজুরির কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। অপর দিকে নতুন সিদ্ধান্তের মধ্য রয়েছে- বাংলাদেশে এই বছর হওয়ার কথা ছিল মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের উদ্বোধনী আসর।
করোনা পরিস্থিতিতে সেটি আবারও পেছানো হয়েছে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত। এ ছাড়া নতুন সিদ্ধান্তে মেয়েদের ওয়ানডেতে যোগ হয়েছে আরেকটি নিয়ম। এখন থেকে টাই হওয়া ম্যাচের নিষ্পত্তি হবে সুপার ওভারে।
প্রকৌশল নিউজ/এমএস