নিগারের দ্বিতীয় সেঞ্চুরিতে টানা চতুর্থ জয় বাংলাদেশ ইমার্জিং নারী দলের
অধিনায়ক নিগার সুলতানার দ্বিতীয় সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচও জিতলো বাংলাদেশ ইমার্জিং নারী দল।
আজ সিরিজের চতুর্থ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলকে ১১০ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। এতে সিরিজ জয়ের পাশাপাশি ৪-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে স্বাগতিক বাংলাদেশ। পঞ্চম ওভারের শেষ বলে দলীয় ১৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। এরপর ৮২ রানের জুটি গড়েন আরেক ওপেনার মুরশিদা খাতুন ও অধিনায়ক নিগার। মুরশিদা ৪১ রানে আউট হলেও, বড় ইনিংস খেলার পথে ছিলেন নিগার।
চতুর্থ উইকেটে সোবাহানা মোস্তারির সাথে ৯৭ রানের জুটি গড়েন নিগার। তবে ইনিংসের শেষ পর্যন্ত খেলে সেঞ্চুরি তুলে ১০১ রানে অপরাজিত থাকেন তিনি। তার ১৩২ বলের ইনিংসে ৮টি চার ও ১টি ছক্কা ছিলো। মোস্তারি ৪৫ ও লতা মন্ডল অপরাজিত ২৫ রান করেন। এতে ৫০ ওভারে ৪ উইকেটে ২৩৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
২৩৭ রানের টার্গেটে খেলতে নেমে বাংলাদেশ বোলারদের তোপের মুখে পড়ে দক্ষিণ আফ্রিকা। শেষ পর্যন্ত ৪৬ দশমিক ৫ ওভারে ১২৬ রানে অলআউট হয় তারা। বাংলাদেশের ফাহিমা খাতুন ২৯ রানে ৪টি উইকেট নেন। সালমা খাতুন ২টি, রিতু মনি-নাহিদা আকতার ও লতা মন্ডল ১টি করে উইকেট নেন।
একই ভেন্যুতে আগামী ১৩ এপ্রিল অনুষ্ঠিত হবে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে।
প্রকৌশল নিউজ/এমএস