বিপিএল ফুটবলে আজ একটি ম্যাচ


ক্রীড়া ডেস্ক :
বিপিএল ফুটবলে আজ একটি ম্যাচ
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আজ রয়েছে মাত্র একটি ম্যাচ। বিকেল ৪টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে উত্তর বারিধারা।

খুব বাজে একটা সময় পাড় করছে ব্রাদার্স ইউনিয়ন। এবারের মৌসুমে ১৫ ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র এক ম্যাচে। ডজন খানেক পরাজয়ের পাশাপাশি ড্র করেছে দুই ম্যাচে। মাত্র পাঁচ পয়েন্ট নিয়ে অবনমনের পথে রয়েছে গুপিবাগের ক্লাবটি। যদিও অবনমনের আরেক ধাপ নিচে রয়েছে আরামবাগ ক্রীড়া সংঘও। 

অন্যদিকে, উত্তর বারিধারা যে খুব ভালো অবস্থানে রয়েছে তাও নয়। ১৪ ম্যাচে এক জয় আর ছয় ড্রয়ের বিপরিতে পরাজয়ের সংখ্যা সাতটি। মাত্র ৯ পয়েন্ট তাদের ঝুলিতে। লিগের একাদশতম স্থানে রয়েছে বারিধারা। 

লিগের প্রথম লেগের ম্যাচে ব্রাদার্সকে ৩-০ গোল ব্যবধানে বিধ্বস্ত করেছিল উত্তর বারিধারা। এবারও সেই ধারা অব্যাহত রাখার ম্যাচ তাদের সামনে। তবে অরেঞ্জ বাহিনীও চাইবে সেই পরাজয়ের শোধ তুলতে। বারিধারাকে হারিয়ে ফিরতি লেগের প্রথম জয় তুলে নিতে।