নাসার মহাকাশযান মঙ্গলে সফল অবতরণ


প্রকৌশল প্রতিবেদক :
নাসার মহাকাশযান মঙ্গলে সফল অবতরণ
  • Font increase
  • Font Decrease

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সাত মাস ধরে রুদ্ধশ্বাস অপেক্ষার পর মহাকাশযান 'পারসিভেয়ারেন্স' মঙ্গল গ্রহে সফলভাবে অবতরণ করেছে। নাসার বিজ্ঞানীরা ঐতিহাসিক এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলেন।

পারসিভেয়ারেন্স নামের এই রোবটটি বৃহস্পতিবার রাতে অবতরণের পর ভালো অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন প্রকল্পের উপ-ব্যবস্থাপক ম্যাট ওয়ালেস। মঙ্গল পৃষ্ঠে রোবটটির অবতরণের মুহূর্তকে ঐতিহাসিক বলে আখ্যায়িত করা হয়েছে। ওই সময় লস অ্যাঞ্জেলসের জেট প্রপালসন ল্যাবরেটরিতে থাকা বিজ্ঞানীরা উল্লাসে মেতে ওঠেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ছয় চাকার এই স্বয়ংচালিত যানটি পৃথিবী থেকে তার ৪৭০ মিলিয়ন কিলোমিটার (৪৭ কোটি মাইল) পথের যাত্রা শুরু করেছিল সাত মাস আগে। এই মহাকাশ মিশনের সবচেয়ে চ্যালেঞ্জিং অংশ ছিল মঙ্গলের পৃষ্ঠে যানটির অবতরণের মুহূর্তটি। এর আগে বহু মহাকাশযান অবতরণ করতে গিয়ে সমস্যায় পড়তে হয়েছে। অবশেষে তা মঙ্গল গ্রহে সফল অবতরণ করতে পারলো।

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুই বছর মঙ্গল গ্রহেই অবস্থান করবে রোবটটি।

সেখানে পাথর খননসহ প্রাণের অস্তিত্ব থাকা না থাকার বিষয়টি খুঁজে দেখবে। মাঝের এই সময়ে সেখান থেকে তথ্য ও ছবি বিজ্ঞানীদের কাছে পাঠাবে রোবট।