রবির এমডি মাহতাব উদ্দিন আহমেদের পদত্যাগ


প্রকৌশল প্রতিবেদক :
রবির এমডি মাহতাব উদ্দিন আহমেদের পদত্যাগ
  • Font increase
  • Font Decrease

টেলিকম অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ থেকে ইস্তফা দিয়েছেন মাহতাব উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার রবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, “রবির সিইও ও এমডি হিসেবে সফলতার সঙ্গে পাঁচ বছর দায়িত্ব পালন শেষে মাহতাব উদ্দিন আহমেদ তার চুক্তি আর নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ৩১ অক্টোবর রবির সিইও হিসেবে মাহতাব উদ্দিন আহমেদের মেয়াদ শেষ হবে। তার আগ পর্যন্ত তিনি আনুষ্ঠানিকভাবে ছুটিতে থাকবেন।”
 
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, “মাহতাব উদ্দিন আহমেদের অনুপরিস্থিতিতে রবির প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) এম রিয়াজ রাশিদ তার নিজ দায়িত্ব পালনের পাশাপাশি ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্বও পালন করবেন।”
 
মাহতাব উদ্দিন আহমেদ তার ফেসবুকের পোস্টে তিনি লিখেছেন, “আজিয়াটার সঙ্গে আমার চুক্তিটি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছি। এর মেয়াদ আগামী ৩১ অক্টোবর শেষ হতে যাচ্ছে। সে সময় পর্যন্ত আমি ছুটিতে থাকব।”

বর্তমানে অস্ট্রেলিয়ায় আছেন জানিয়ে মাহতাব আরও বলেন, “প্রতিটি যাত্রাই কোনো না কোনো সময় শেষ হয় এবং রবিতে আমার গৌরবান্বিত যাত্রাটিও শেষ হতে চলেছে।”

প্রসঙ্গত, মাহতাব উদ্দিন আহমেদ দেশের কোনো বহুজাতিক মোবাইল ফোন অপারেটরের প্রথম বাংলাদেশি হিসেবে প্রধান নির্বাহী। রবিতে যোগ দেওয়ার আগে তিনি ১৭ বছর ইউনিলিভারের বিভিন্ন পদে কাজ করেন।