সওজ’র নিম্নপদে নিয়োগের লিখিত পরীক্ষা ৬ ফেব্রুয়ারি


প্রকৌশল নিউজ :
সওজ’র নিম্নপদে নিয়োগের লিখিত পরীক্ষা ৬ ফেব্রুয়ারি
  • Font increase
  • Font Decrease

সড়ক ও জনপদ অধিদপ্তরের সিকিউরিটি সুপারভাইজার ও নিরাপত্তা প্রহরী (সিকিউরিটি গার্ড) নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। রাজধানীর সরকারী মোহাম্মদপুর স্কুল এন্ড কলেজে বিকাল ৩টায় এক ঘন্টাব্যাপী এ পরীক্ষা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রশাসন ও সংস্থাপন শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আমানউল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞত্তিতে এ তথ্য জানানো হয়েছে। লিখিত পরীক্ষায় সিকিউরিটি সুপারভাইজার পদে ১০৮ জন ও নিরাপত্তা প্রহরী (সিকিউরিটি গার্ড) পদে ২ হাজার ৪৪ জন সহ মোট ২ হাজার ১৫২ জন প্রার্থী অংশ গ্রহন করবেন বলে জানা গেছে।

সড়ক ও জনপদ অধিদপ্তরের  বিজ্ঞপ্তিতে জানানো হয়, সড়ক ও জনপদ অধিদপ্তরের ”সিকিউরিটি সুপারভাইজার” পদে যাচাই-বাছাইয়ে এবং ”সিকিউরিটি গার্ড (নিরাপত্তা প্রহরী)” পদে নিয়োগ পরীক্ষা -২০২০ এর শারীরিক পরীক্ষায় নিম্নে প্রদত্ত রোল নম্বরাধীনগণ উত্তীর্ণ হয়েছেন। উক্ত পদের প্রার্থীদের লিখিত পরীক্ষা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। আগ্রহী প্রার্থীগণ টেলিটকের মাধ্যমে এসএমএস প্রাপ্ত হবেন। সে মোতাবেক টেলিটকের ওয়েবসাইট http://rhd.teletalk.com.bd হতে প্রবেশপত্র গ্রহণপূর্বক তাতে বর্ণিত সময়সূচি ও স্থান অনুযায়ী লিখিত পরীক্ষায় অংশগ্রহনের জন্য অনুরোধ করা হলো। 

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময়সূচি জাতীয় পত্রিকায় বিজ্ঞাপন এবং সড়ক ও জনপদ অধিদপ্তরের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে বলে বিজ্ঞত্তিতে উল্লেখ করা হয়েছে।