সিলেটে যৌথ প্রশিক্ষণ সম্পন্ন


প্রকৌশল প্রতিবেদক :
সিলেটে যৌথ প্রশিক্ষণ সম্পন্ন
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো, বাংলাদেশ নৌবাহিনীর সোয়াডস এবং ইউকে স্পেশাল ফোর্স এর সদস্যদের সমন্বয়ে যৌথ প্রশিক্ষণ সিলেট জালালাবাদ সেনানিবাসে অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছরকে স্মরণীয় করে রাখার জন্য এই যৌথ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

আইএসপিআর আরও জানায়, দুই সপ্তাহের এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল কাউন্টার টেরোরিজম এর বিভিন্ন বিষয়বস্তু, যুদ্ধকালীন চিকিৎসা সহায়তা, কাউন্টার আইইডি এবং জিম্মি উদ্ধার সম্পর্কে অভিজ্ঞতা ও বিশেষ জ্ঞান বিনিময়।

গত ২১ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত এই প্রশিক্ষণে বাংলাদেশ সেনাবাহিনীর ২৬ জন প্যারা কমান্ডো, বাংলাদেশ নৌবাহিনীর ১০ জন সোয়াডস সদস্য এবং ইউকে স্পেশাল ফোর্সের ১০ জন সদস্য অংশগ্রহণ করেন। উল্লেখ্য, গত ০৪ এপ্রিল ২০২১ তারিখে যৌথ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল অব ইনফ্যান্ট্রি এন্ড ট্যাকটিকস এর কমান্ড্যান্ট মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী। উক্ত অনুষ্ঠানে সিলেট অঞ্চলের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা এবং বিভিন্ন পদবীর সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।

প্রকৌশল নিউজ/এমএস