রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৪


প্রকৌশল নিউজ:
রাজধানীতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ২৪
  • Font increase
  • Font Decrease

রাজধানীতে বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই ও চুরি প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে ২৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা রমনা বিভাগের রমনা জোনাল টিম মুগদা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতদের আশ্রয়দাতাসহ ৯ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো: কোহিনুর বেগম ওরফে মালা (আশ্রয়দাতা), রাসেল মাহমুদ, মাসুদ মিয়া, শামীম, আমিনুল ইসলাম হৃদয়, পারভেজ, শহিদুল, বাবু ওরফে ব্লেড বাবু, ও জয় মিয়া। এ সময় তাদের হেফাজত হতে একটি চাপাতি ও দু’টি ছোরা উদ্ধার করা হয়।

অপর এক অভিযানে গোয়েন্দা রমনা বিভাগের ধানমন্ডি জোনাল টিম হাজারীবাগ এলাকা হতে অজ্ঞান পার্টির ৯ সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো: মোজাম্মেল হোসেন ওরফে মুজা, কালু, ইলিয়াস, আনোয়ার হোসেন, সুমন হোসেন, ইকবাল হোসেন, মিটন, রবি আউয়াল ও হেলাল। এ সময় তাদের কাছ থেকে অজ্ঞান করার ৫টি স্প্রে, ৪টি মোস্তফা গুল, ৪টি জাম বাক, ৪টি পাগলা মলম ও জিপারে ৩ প্যাকেট মরিচের গুড়া জব্দ করা হয়।

আরেক অভিযানে গোয়েন্দা মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ টিম তেজগাঁও এলাকা হতে সংঘবদ্ধ মোবাইল চোরাকারবারি দলের সক্রিয় ৬ সদস্যকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো: রবিন ওরফে নবী, ছাঈদ, মোছা. রুনা ওরফে রোজিনা, মনোয়ার, রুবেল মিয়া ওরফে হাসান ও আলামীন। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৩০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বুধবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম।

তিনি বলেন, রাজধানীতে ডাকাতি, চুরি ও ছিনতাই প্রতিরোধে ঢাকা মহানগর পুলিশের এই বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। যারাই অপরাধ করছে তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে।