রিয়েল এস্টেট ব্যবসার অন্তরালে এম এল এম ব্যবসা, গ্রেফতার ৬


প্রকৌশল নিউজ:
রিয়েল এস্টেট ব্যবসার অন্তরালে এম এল এম ব্যবসা, গ্রেফতার ৬
  • Font increase
  • Font Decrease

‘সেবা আইডিয়াস এন্ড লিভিং লিমিটেড’। উত্তরা পূর্ব থানা এলাকায়  প্রতারনার এক মূর্ত প্রতিক। প্রায় দুই হাজার মানুষকে ২৪ মাসে বিনোয়োগের দ্বিগুন ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কোটি টাকা আত্মসাৎ করে গা ঢাকা দিয়েছিল। 

বিষয়টি নিয়ে একটি অভিযোগ জমা পড়ে সিআইডি ঢাকা মেট্রো পশ্চিমের কাছে। 

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে উত্তরা এলাকা থেকে এই প্রতারক চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। 

এসময় তাদের কাছ থেকে ঐ কোম্পানির ২ হাজার ২শ ৯ জনের নামে কিস্তি, লভ্যাংশের পরিমানসহ একটি ফাইল উদ্ধার করে সিআইডি পুলিশ। এছাড়া তাদের কাছ থেকে ২শ ৫০টি মানি রিসিড এবং ৪৩জন ক্ষতিগ্রস্থ গ্রাহকের টাকা ফেরত মর্মে আবেদনও উদ্ধার করে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হলেন, দক্ষিণখানের আশিক ঘোষ অসিত (৪২), বনানীর কাজী নজরুল ইসলাম (৪৮), দক্ষিণখানের শাহনেওয়াজ শামিম (৪৩),আশকোনার জহিরুল হক (৪০), উত্তরখানের মোঃ নুরুল ইসলাম (৫৩), এবং মিরপুরের মামুন মিয়া (৩৫)। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে সিআইডি।