বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে নিয়োগের নামে জালিয়াতি, গ্রেফতার ২


প্রকৌশল প্রতিবেদক :
বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে নিয়োগের নামে জালিয়াতি, গ্রেফতার ২
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে নিয়োগ দেওয়ার নাম করে ভূয়া নিয়োগপত্র তৈরি ও অর্থ হাতিয়ে নেয়ার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- স্বপন বালমিকি (৪৪) ও মোঃ মামুন মিয়া (৩২)।

গোপন সংবাদের ভিত্তিতে আসামি স্বপন বালমিকিকে রাজধানীর আদাবর থানার শেখেরটেকের বাসা থেকে গ্রেফতার করা হয়। এরপর তার স্বীকারোক্তির ভিত্তিতে মোঃ মামুন মিয়াকে রাজধানীর দৈনিক বাংলা মোড় থেকে গ্রেফতার করে সিআইডি।

ঘটনার বিবরণে জানা যায়, স্বপন বালমিকি বাংলাদেশ পর্যটন কর্পোরেশনে চাকুরি দেওয়ার কথা বলে বাদী ও তার আত্মীয়স্বজনের কাছ থেকে মোট ১৩,৬০,০০০/- (তের লক্ষ ষাট হাজার) টাকা নেয় এবং ভূয়া নিয়োগপত্র প্রদান করে।

এই ঘটনায় গত ০৮ ফেব্রুয়ারি মোহাম্মদপুর (ডিএমপি) থানায় মামলা করেন বাদী। পরে মামলাটি বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অধিগ্রহণ করে এবং মামলার দুই আসামিকে গ্রেফতার করে।

আসামি স্বপন বালমিকিকে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে- মতিঝিল থানা এলাকায় দৈনিক বাংলা মোড়ের মামুন এর কম্পিউটারের দোকানে মামুনের সহযোগিতায় ভূয়া নিয়োগপত্রগুলো তৈরি করা হয়।

এ সময় বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ভূয়া নিয়োগপত্র তৈরির কাজে ব্যবহৃত কম্পিউটার মনিটর, সিপিইউ ও প্রিন্টার জব্দ করে হেফাজতে নেয়া হয়।

প্রকৌশল নিউজ/এস