হাতিরঝিলে জাল টাকা তৈরির মেশিন ও সরঞ্জামাদি উদ্ধার


প্রকৌশল প্রতিবেদক :
হাতিরঝিলে জাল টাকা তৈরির মেশিন ও সরঞ্জামাদি উদ্ধার
  • Font increase
  • Font Decrease

রাজধানীর হাতিরঝিল থানা এলাকায় থেকে জাল টাকা তৈরি চক্রের মূল হোতাসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা ওয়ারী বিভাগ।

গ্রেফতারকৃতদের নাম- মলয় মন্ডল (৩৬) ও জনি ডি কস্তা (৩২)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ২২ লাখ ২৫ হাজার জাল টাকা, টাকা তৈরির স্ক্রিন ফ্রেম ১০টি, কাঠের বোর্ড ২টি, রং এর বোতল ৬ টি, রং এর কৌটা ৫টি, টাকা তৈরির কাগজ ২ বান্ডিল, ফেভিকল গাম ১ কৌটা, লেমিনেটিং মেশিন ১টি, প্রিন্টিং ব্রাশ ২টি ও ১টি এন্টি কাটার উদ্ধার করা হয়।

সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ খলিলুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭ টায় রামপুরা পশ্চিম উলন রোড এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে জাল টাকা প্রস্তুতকালে তাদেরকে গ্রেফতার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাতিরঝিল থানায় বিশেষ ক্ষমতা আইনে  নিয়মিত মামলা হয়েছে।

 প্রকৌশল নিউজ/এমআরএস