ব্রাহ্মণবাড়িয়ায় আরও ১৩ মামলা, আসামি ৪ হাজার ৩২০
মোদিবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে হেফাজতে ইসলামের ডাকা হরতাল ও এরপরে ব্রাহ্মণবাড়িয়ায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনায় আরও ১৩টি মামলা হয়েছে। এসব মামলায় অজ্ঞাতনামা ৪ হাজার ৩২০ জনকে আসামি করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় সোমবার বিকেল থেকে বুধবার পর্যন্ত এই ১৩টি মামলা করা হয়। এখন পর্যন্ত এই ঘটনায় মোট ৪৫টি মামলায় ৩৩ হাজার জনকে আসমি করা হয়েছে।
পুলিশ ও মামলায় দেওয়া তথ্য সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ায় সংহিসতার ঘটনায় গত ২৬ থেকে ২৮ মামলা হয়েছে। এর মধ্যে সদর থানায় ৪০টি, সরাইল থানায় ২টি, আশুগঞ্জ থানায় ২টি মামলা হয়েছে। আর ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অগ্নিসংযোগের ঘটনায় আখাউড়া রেলওয়ে থানায় ১টি মামলা হয়।
৪৫টি মামলার মধ্যে এগারোটিতে ২০৯ জনের নাম উল্লেখ করে বাকি সবাইকে ‘অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী’ বলা হয়। আর কোনো কোনো মামলায় ‘অজ্ঞাতনামা কওমি মাদ্রাসাছাত্র-শিক্ষক ও তাঁদের অনুসারী দুষ্কৃতিকারীদের’ কথা উল্লেখ করা হয়।
সদর থানা সূত্রে জানা যায়, সোমবার রাত থেকে আজ বিকেল পর্যন্ত সহিংসতার ঘটনায় ১৩টি মামলা হয়। যমুনা টিভির কার্যালয়ে হামলা ও ভাঙচুর করা হয়, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারের বাসভবন, ব্যক্তিগত কার্যালয় এবং শ্বশুরবাড়িতে হামলা ও অগ্নিসংযোগ, জেলা ক্রীড়া সংস্থা কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, জেলা শিল্পকলা একাডেমিতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডে হামলা ও ভাঙচুর, জেলা ছাত্রলীগের সভাপতির বাড়িতে হামলা ও ভাঙচুর, সুরসম্রাট দি আলাউদ্দিন সংগীতাঙ্গণে ভাঙচুর ও অগ্নিসংযোগ, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়ার ব্যক্তিগত ল চেম্বার ভাঙচুর এবং লুটপাট, জেলা প্রশাসনের উন্নয়ন মেলায় হামলা ও মেলার স্টলগুলো আগুনে পোড়ানোর, ব্রাহ্মণবাড়িয়া শিশু একাডেমিতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার কথা উল্লেখ করার হয়। আর এসব ঘটনায় করা মামলায় অজ্ঞাতনামা ৪ হাজার ৩২০ জনকে আসামি করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম গণমাধ্যমকে বলেন, সোমবার রাত থেকে আজ বিকেল পর্যন্ত সদর থানায় মোট ১৩টি মামলা হয়েছে। এখন পর্যন্ত সদর থানায় ৪০টি মামলা হয়েছে।
প্রসঙ্গত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর এবং ঢাকা ও চট্টগ্রামে ‘মাদ্রাসাছাত্রদের ওপর পুলিশের হামলার’ প্রতিবাদে ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের সহিংসতার ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় ১৩ জনের নিহত হওয়ার কথা জানালেও হেফাজতের দাবি নিহতের সংখ্যা ১৫ জন।
প্রকৌশল নিউজ/শা