উত্তর সিটিতে ৫০ হাজার টাকা জরিমানা


প্রকৌশল প্রতিবেদক :
উত্তর সিটিতে ৫০ হাজার টাকা জরিমানা
  • Font increase
  • Font Decrease

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে প্রায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

বুধবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসির বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস তথা কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে সরকার কর্তৃক ঘোষিত লকডাউন, স্বাস্থ্য বিধিসহ চলাচলে নিষেধাজ্ঞা আরোপজনিত কর্মকাণ্ড পালন নিশ্চিত করণার্থে মোবাইল কোর্ট পরিচালনা করে সর্বমোট ৪৯ হাজার ৬ শত টাকা জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্টের মাধ্যমে ডিএনসিসি এলাকার ১ নং জোনে ৮ টি মামলায় ২২০০ টাকা, ২ নং জোনে ৭ টি মামলায় ১৫০০ টাকা, ৩ নং জোনে ৬ টি মামলায় ১৫৬০০ টাকা, ৪ নং জোনে ৮ টি মামলায় ৩৪০০ টাকা, ৫নং জোনে ৭ টি মামলায় ৮৯০০ টাকা, ৬নং জোনে ৭ টি মামলায় ৬৫০০ টাকা, ৭নং জোনে ৩ টি মামলায় ৪০০০ টাকা, ৮ নং জোনে ৭ টি মামলায় ৭৫০০ টাকা জরিমানা করা হয়। আদায়কৃত জরিমানার সর্বমোট পরিমাণ ৪৯ হাজার ৬ শত টাকা।

এসময় সকল কাঁচা বাজার উন্মুক্ত জায়গায় রেখে সকলকে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সবজি ক্রয়-বিক্রয় এবং জরুরি প্রয়োজনে ঘরের বাইরে বের হলে যথাযথভাবে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেয়া হয়।

প্রকৌশল নিউজ/এমএস