মানসিক চাপের কারণে ট্রাকের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা


আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি:
মানসিক চাপের কারণে ট্রাকের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা
  • Font increase
  • Font Decrease

প্রচন্ড মানসিক চাপ সহ্য করতে না পেরে চলন্ত ট্রাকের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন শেখ মোশারফ হোসেন (৫৫) নামের এক ব্যক্তি। তিনি কালিগঞ্জ উপজেলার সোনাতলা গ্রামের আবদুল্লাহ শেখের ছেলে।

মঙ্গলবার (১১ মে) দুপুর ১২ টার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের তারালী চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে।

নিহতের ছেলে রাকিবুল ইসলাম জানান, তার বাবা দীর্ঘদিন ধরে কালিগঞ্জ সাব-রেজিষ্ট্রি অফিসের দলিল লেখকের সহকারী হিসেবে কাজ করতেন। সম্প্রতি বিভিন্ন বিষয়ে নানা জটিলতার কারণে দীর্ঘদিন ধরে তিনি হতাশায় ভুগছিলেন। মঙ্গলবার বাড়ি থেকে পায়ে হেঁটে বের হন তার বাবা শেখ মোশারফ হোসেন। আনুমানিক বেলা ১২ টার দিকে কালিগঞ্জ সরকারি কলেজের পার্শ্ববর্তী তিন রাস্তার মোড়ে ট্রাকের নিচে মাথা দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। সেসময় চালকের সতর্কতায় তিনি বেঁচে যান।

পরবর্তীতে তারালী মোড়ে এসে মাগুরা থেকে ধানকাটা শ্রমিক বহনকারি শ্যামনগরগামী একটি ট্রাকের নীচে মাথা দেয়ার চেষ্টার করেন। এসময় ট্রাকের সাথে ধাক্কা খেয়ে মারাত্মক ভাবে আহত হন তিনি। স্থানীয়রা শেখ মোশারফ হোসেনকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ থানায় নিয়ে আসা হয়।