দেশে জঙ্গি হামলার সম্ভবনা নেই : র‍্যাব ডিজি


প্রকৌশল নিউজ ডেস্ক :
দেশে জঙ্গি হামলার সম্ভবনা নেই : র‍্যাব ডিজি
  • Font increase
  • Font Decrease

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, ‘জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা যেভাবে কার্যক্রম চালাচ্ছি, এতে জঙ্গিবাদের স্থান বাংলাদেশে হবে না। জঙ্গিদের চেয়ে আমরা একধাপ এগিয়ে আছি। এই মুহূর্তে আমাদের গোয়েন্দা তথ্যমতে, হলি আর্টিজানের মতো বড় ধরনের আক্রমণাত্মক কোনো হামলার ঘটনা ঘটানোর সামর্থ্য নেই।’

রাজধানীর কুর্মিটোলায় র‍্যাব সদর দপ্তরে মঙ্গলবার দুপুরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, ‘কিশোর অপরাধ রুখতে র‍্যাব কাজ করছে। কিশোর গ্যাং, মাদক ও সন্ত্রাসের সঙ্গে আমাদের সন্তানেরা যাতে জড়িত না হয়, সেদিকে আমরা সবাই খেয়াল রাখব এবং সবাই মিলে একযোগে কাজ করব।’

মাদক ইস্যুতে আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সম্প্রতি আমরা অপ্রচলিত কিছু মাদক দেখতে পাচ্ছি। তাদেরকে গ্রেপ্তার করছি। এরই মধ্যে ৪৬ হাজারের বেশি মাদক-কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।’

র‍্যাব ডিজি আরও বলেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কিছু নাশকতার পরিকল্পনা হয়েছিল। আবার রাষ্ট্রবিরোধী কার্যক্রমও হয়েছে। আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি। যারা এ ধরনের কার্যক্রম করবে, তাদেরকে ছাড় দেওয়া হবে না।’