ভিডিও ফাঁসে স্কুলছাত্রীর আত্মহত্যা : শামীম কারাগারে
প্রেমের ফাঁদে ফেলে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস করায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী উর্মি আক্তারের আত্মহত্যার প্ররোচনা ও ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আফসান রেজা শামীমকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শনিবার মামলার তদন্ত কর্মকর্তা সবুজবাগ থানার এসআই লিটন মিয়া তিন দিনের রিমান্ড শেষে শামীমকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসির আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত ৬ জুলাই শামীমের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। শামীমের সঙ্গে গ্রেপ্তার ফরহাদ হোসেন ফাহিম কিশোর হওয়ায় তাকে গাজীপুরের টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়।
গত ৫ জুলাই সকালে সবুজবাগ থানায় আত্মহত্যার প্ররোচনা ও ডিজিটাল নিরাপত্তা আইনে শামীম ও ফাহিমকে আসামি করে মামলা দায়ের করেন ঊর্মির বাবা আবুল হোসেন।
জানা যায়, ঊর্মি উত্তর বাসাবোতে তার মামার বাসায় থেকে পড়াশোনা করতো। ফাহিম তাকে প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল চিত্র ধারণ করে। ফাহিম ও শামীম ওই ভিডিও দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করে আসছিল। বেশ কয়েকবার তার কাছ থেকে টাকাও নিয়েছে। এরপরও সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিও ছেড়ে দেয় তারা।
এ ঘটনায় মা তাকে বকাবকি করে ঊর্মিকে। পরে ৪ জুলাই রাতে ঊর্মি গলায় ফাঁস দেয়। উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রকৌশল নিউজ/এমআরএস