নারায়ণগঞ্জে শ্বাসরোধ করে বৃদ্ধাকে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার


প্রকৌশল নিউজ :
নারায়ণগঞ্জে শ্বাসরোধ করে বৃদ্ধাকে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার
  • Font increase
  • Font Decrease

নারায়ণগঞ্জের সোনারগাঁয় চায়ের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে হোসনেয়ারা বেগম (৬৪) নামের বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় ২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আসামিরা হলেন মো: হারুন অর রশীদ (২৪) ও সুলতানা খাতুন (২৫)।

বুধবার দুপুরে সিআইডির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন সাংবাদিকদের একথা জানান।

এসময় হত্যা প্রসঙ্গে অতিরিক্ত ডিআইজি ইমাম হোসেন বলেন, হত্যা পরিকল্পনার করার চার মাস আগেই ভিকটিমের বাসা ভাড়া নেন হত্যাকারীরা।
 
তিনি বলেন, হত্যার পর তারা বাসা থেকে নগদ দুই লাখ টাকা ও তিন ভরি স্বর্ণ নিয়ে দ্রুত পালিয়ে যায়।

নৃশংস হত্যা মামলার আসামী গ্রেফতারের প্রসঙ্গ তুলে ধরে তিনি আরো বলেন, হত্যাকারীদের ধরতে সম্ভাব্য সকল জায়গায় অভিযান পরিচালনা করা হয়। অবশেষে গাজিপুরের জিরানী এলাকা থেকে আসামীদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করে। হত্যার পর তাদের চিরতরে পালিয়ে যাবার সম্ভাবনা ছিলো। কিন্তু সিআইডি অতি অল্প সময়ে ঘটনার রহস্য উম্মোচন ও আসামিদের গ্রেপ্তারে সক্ষম হয়।

প্রকৌশল নিউজ/এমআর