পদ্মায় স্পিডবোট দুর্ঘটনা মামলার প্রধান আসামি গ্রেফতার


মাদারীপুর প্রতিনিধি :
পদ্মায় স্পিডবোট দুর্ঘটনা মামলার প্রধান আসামি গ্রেফতার
  • Font increase
  • Font Decrease

পদ্মায় স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জন নিহতের মামলার প্রধান আসামি স্পিডবোটের চালক শাহ আলমকে (৩৮) গ্রেফতার দেখিয়েছে নৌ পুলিশ। রোববার (১৬ মে) বিকেলে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎসা শেষে ছাড়পত্র নেয়ার পর রাতে নৌ পুলিশ তাকে গ্রেফতার করে। পরে রাতেই শিবচর থানায় সোপর্দ করা হয় শাহ আলমকে।

সোমবার (১৭ মে) তাকে মাদারীপুর আদালতে তোলা হবে বলে জানিয়েছে শিবচরের চর জানাজাত নৌ পুলিশ ফাঁড়ি।
নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, স্পিডবোট দুর্ঘটনার পর গুরুতর আহত হন চালক শাহ আলম। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ডোপটেস্টের মাধ্যমে তার মাদক গ্রহণের বিষয়টি স্পষ্ট হয়।

এ বিষয়ে চর জানাজাত নৌ পুলিশ ফাঁড়ির ওসি আব্দুর রাজ্জাক বলেন, 'স্পিডবোটের চালক আরও আগেই পুলিশের হেফাজতে চিকিৎসাধীন ছিল। রোববার সন্ধ্যায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়। পরে আমরা তাকে গ্রেফতার দেখিয়ে শিবচর থানায় নিয়ে আসি। বর্তমানে চালক শাহ আলম শিবচর থানার হাজতখানায় আছে। সোমবার সকালে তাকে মাদারীপুর আদালতে হাজির করব।'

স্পিডবোট চালক শাহ আলমের ভাঙা হাতে এখনও ব্যান্ডেজ রয়েছে বলে জানিয়েছে এই পুলিশ কর্মকর্তা।

গত ৩ মে সকালে শিবচরের কাঁঠালবাড়ি ঘাটে নোঙর করে রাখা বালুবোঝাই বাল্কহেডের সঙ্গে শিমুলিয়া থেকে আসা একটি দ্রুতগতির স্পিডবোটের সংঘর্ষ হয়। এতে স্পিডবোটটি ডুবে যায় এবং পরে ২৬ জনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত হন স্পিডবোটের চালকসহ পাঁচজন।