রাজধানীতে আগুনে শিশুসহ একই পরিবারের দগ্ধ ৩


প্রকৌশল প্রতিবেদক:
রাজধানীতে আগুনে শিশুসহ একই পরিবারের দগ্ধ ৩
  • Font increase
  • Font Decrease

রাজধানীর মোহম্মদপুর নবোদয় হাউজিংয়ের একটি টিনশেড বাসায় আগুন লেগে শিশুসহ একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন।

তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন-মো.সোহেল (২৭),তার স্ত্রী লাবনী আক্তার হাওয়া (২৫) ও দুই বছরের ছেলে মো. মোরসালিন।

আগুনে দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী ভাড়াটিয়া রুমা আক্তার বলেন, নবোদয় হাউজিংয়ের ওই টিনশেড বাসায় রাত ৩টার দিকে মশার কয়েল থেকে আগুন লাগে। চিৎকার শুনে আমরা ঘুম থেকে উঠে তাদের রুমের সামনে গিয়ে দেখি ভেতর আগুন জ্বলছে, সোহেল ও লাবনী রুমের বাইরে। তাদের শরীরেও আগুন জ্বলছিলো। আর বাচ্চাটি রুমের ভেতরেই ছিলো। তখন আমরা বাচ্চাটিকে রুম থেকে বাইরে বের করি। এরপর তাদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসি।

বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, আগুনে সোহেলের শরীরে ৭৫ শতাংশ, লাবনীর ৩০ ও ছেলে মোরসালিনের ৮০ শতাংশ দগ্ধ হয়েছে।

প্রকৌশল নিউজ/এমআরএস