যাত্রীবেশে সংঘবদ্ধ ছিনতাই, গ্রেপ্তার ৫


প্রকৌশল প্রতিবেদক :
যাত্রীবেশে সংঘবদ্ধ ছিনতাই, গ্রেপ্তার ৫
  • Font increase
  • Font Decrease

রাজধানীর উত্তরায় ছিনতাইয়ের ঘটনায় সংঘবদ্ধ ডাকাত দলের পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ মাসুদ রানা, মোঃ মুন্নাফ ইসলাম ওরফে মুন্না, মোঃ আব্দুর রহমান ওরফে রানা, মোঃ মিন্টু তালুকদার ও আব্দুল জলিল। এসময় তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন ও ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, গত ১৯ জানুয়ারি দিবাগত রাত সোয়া ৩ টায় ভিকটিম মোঃ রিয়াজ হক এয়ারপোর্ট রেল স্টেশনের সামনে থেকে একজন যাত্রী নিয়ে উত্তরা হাউজ বিল্ডিং এর সামনে আসেন। এসময় তার মোটরসাইকেলে থাকা যাত্রী তাকে একটি দাড়ানো গাড়ীর সামনে থামাতে বলেন। উক্ত গাড়ীর সামনে যেতেই ৪/৫ অজ্ঞাতনামা লোক গাড়ী হতে নেমে তার পথরোধ করে। এরপর, তাকে কিল, ঘুষি মেরে গাড়ীতে তোলে। তারা ভিকটিমের মোবাইল ফোন ছিনিয়ে নেই। যাত্রীবেশে থাকা ব্যক্তি ভিকটিমের মোটরসাইকেল চালিয়ে আব্দুল্লাহপুর এর দিকে চলে যায়।

পরবর্তীতে অজ্ঞাতনামা ব্যক্তিরা তার পরিহিত জামা-কাপড় খুলে ভয়-ভীতি দেখিয়ে গাজীপুরের ভবানীপুর নামক স্থানে নামিয়ে দেয়। ভিকটিমের এরুপ অভিযোগের প্রেক্ষিতে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা হয়। পরবর্তীতে এই মামলাটি তদন্তের দায়িত্ব পায় গোয়েন্দা উত্তরা বিভাগ।

এ ঘটনায় গোয়েন্দা উত্তরা বিভাগের বিমান বন্দর জোনাল টিমের অতিঃ উপ-পুলিশ কমিশনার মোঃ কায়সার রিজভী কোরায়েশী  বলেন, মামলাটি তদন্তকালে বিভিন্ন তথ্য উপাত্ত যাচাই-বাছাই করে অভিযুক্তদের অবস্থান সনাক্ত করা হয়। এরই পরিপ্রেক্ষিতে গত ১৮ জুলাই টাংগাইল জেলার এ্যালাংগা বাস স্ট্যান্ড থেকে মাসুদকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।

এরপর, তার দেয়া তথ্যমতে টাংগাইল জেলার কালিহাতি থানার পৌর মার্কেট বাজার এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপসহ মুন্নাফ, রানা, মিন্টু ও আব্দুল জলিলকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদেপ্রাপ্ত তথ্য সমন্ধে তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃতরা মামলার ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করে। গ্রেপ্তারকৃতরা টাংগাইল জেলার বিভিন্ন এলাকায় গরু ডাকাতির সাথেও জড়িত। জব্দকৃত পিকআপটি তারা ডাকাতির মালামাল বহনের কাজে ব্যবহার করত। গ্রেপ্তারকৃতদের উত্তরা পশ্চিম থানার মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

প্রকৌশ নিউজ/এমআরএস