ডা. লিপি হত্যা : ৩৬ ঘন্টা পর পরিবারের মামলা


প্রকৌশল প্রতিবেদক:
ডা. লিপি হত্যা : ৩৬ ঘন্টা পর পরিবারের মামলা
  • Font increase
  • Font Decrease

অবশেষে ৩৬ ঘন্টা পর রাজধানীর কলাবাগানে নিজ বাসায় গ্রিন লাইফ হাসপাতালের চিকিৎসক কাজী সাবিরা রহমান লিপির মরদেহ উদ্ধারের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে তার পরিবারের পক্ষ থেকে।

তবে হত্যা মামলায় কোনো আসামির নাম উল্লেখ না করে অজ্ঞাত বলা হয়েছে। যদিও লাশ উদ্ধারের পরপরই পুলিশ বাসার দারোয়ানসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

মঙ্গলবার দিবাগত মধ্যরাতে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র সাহা মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, রাত ১২ টার দিকে চিকিৎসকের মামাতো ভাই রেজাউল হাসান মজুমদার জুয়েল বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন।

এদিকে ঘটনার পর পুলিশসহ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা ঘটনাস্থলে এসে পারিপার্শ্বিক অবস্থা এবং আলামত সংগ্রহে নিশ্চিত হয়েছে পরিকল্পিতভাবে চিকিৎসক সাবিরাকে তার কলাবাগানের বাসায় নিজ কক্ষে প্রথমে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা এবং তা ধামাচাপা দেওয়ার জন্য খাটের তোষকে আগুন ধরিয়ে দেওয়া হয়।

পাশাপাশি আরও একাধিক কারণ নিয়ে এ ঘটনার রহস্য উন্মোচনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার কলাবাগান ফাস্ট লেনের ৫০/১ বাসা থেকে বেসরকারি হাসপাতাল গ্রীন লাইফ এর রেডিওলজি বিভাগের ওই চিকিৎসকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

প্রকৌশল নিউজ/এমআরএস