বাবার হাতে সৎ কন্যা ধর্ষন, ধর্ষক গ্রেপ্তার


প্রকৌশল প্রতিবেদক :
বাবার হাতে সৎ কন্যা ধর্ষন, ধর্ষক গ্রেপ্তার
  • Font increase
  • Font Decrease

বাবার হাতে সৎ কন্যা ধর্ষন মামলায় ধর্ষক বাবাকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তারকৃতের নাম- জাহাঙ্গীর আলম (৪২) পেশায় একজন রিক্সা চালক। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের ভুলতা থেকে বাবার হাতে সৎ কন্যা ধর্ষন মামলায় ধর্ষক বাবাকে গ্রেপ্তার করা হয়।

এটিইউ সূত্র জানায়, ধর্ষণের শিকার ভিকটিমের বয়স ১৩ বছর এবং সে আসামীর ২য় স্ত্রী'র পূর্বের স্বামীর ঔরসজাত কন্যা। ভিকটিম উক্ত আসামীর বিরুদ্ধে ধর্ষণের বর্ণনা দিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সং-২০০৩) এর ২২ ধারা মোতাবেক আদালতে জবানবন্দী প্রদান করেন।

সে গতবছরের ১৪ নভেম্বর ঘটনাস্থল ভুরুঙ্গামারী থানা এলাকায় ভিকটিম এর নানার বাড়িতে বেড়াতে গিয়ে পরিবারের সদস্যদের অগোচরে ভিকটিমকে তাহার ইচ্ছার বিরুদ্ধে ভয় ভীতি দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করত। পরবর্তিতে পালিয়ে এসে বর্তমান ঠিকানায় অত্মগোপনে ছিলো। উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার মামলা নং-০৬, তারিখঃ ১৭/১১/২০২০, ধারাঃ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সং-২০০৩) এর ৯(৪)(খ)/৯(১)  মামলা করে।

তদন্তকারী কর্মকর্তার অধিযাচন পত্রের ভিত্তিতে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) উক্ত আসামীকে ধৃত করে ভুরুঙ্গামারী থানা পুলিশের নিকট হস্তান্তর করে।

প্রকৌশল নিউজ/এমআরএস