সরকারি ঔষধ মজুদ : গ্রেপ্তার ১


প্রকৌশল প্রতিবেদক:
সরকারি ঔষধ মজুদ : গ্রেপ্তার ১
  • Font increase
  • Font Decrease

সরকারি ঔষধ যা ক্রয়-বিক্রয় এমনকি মজুদ রাখাও আইনত দন্ডনীয় অপরাধ। তদুপরি কিছু অসাধু ব্যক্তি নিজ স্বার্থ হাছিলের উদ্দেশ্যে এ হেন কাজ করছেন। অবৈধভাবে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে ঔষধ মজুদ রাখার দায়ে এক মজুদকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তারকৃত ওই মজুদকারীর নাম মোঃ আব্দুল হক।

বুধবার দুপুরে ডিএমপির গোয়েন্দা রমনা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ী চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার জাবেদ ইকবাল জানান, মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটায় মিটফোর্ড রোডের ২১২ মিটফোর্ড মেডিসিন মার্কেট এর ভিতরে অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরো বলেন, এ সময় ওই দোকানের ভিতরে মজুদ করে রাখা বিপুল পরিমাণ বিক্রয় নিষিদ্ধ সরকারি ঔষধ উদ্ধারমূলে জব্দ করা হয়। যার প্রতিটি ঔষধের পাতার গায়ে “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্পদ, ক্রয়-বিক্রয় আইনত দন্ডনীয়” লেখা আছে। আর গ্রেপ্তার করা হয় অবৈধভাবে কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে মজুদকারী মোঃ আব্দুল হককে।

এ ঘটনায় ডিএমপির বংশাল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তদন্ত অব্যাহত আছে।

প্রকৌশল নিউজ/এমআরএস