ক্রিস্টাল আইস মাদক মিয়ানমার হয়ে দেশে ঢুকছে, গ্রেপ্তার ৩


প্রকৌশল প্রতিবেদক:
ক্রিস্টাল আইস মাদক মিয়ানমার হয়ে দেশে ঢুকছে, গ্রেপ্তার ৩
  • Font increase
  • Font Decrease

চট্টগ্রামে ৯৭৫ গ্রাম ক্রিস্টাল মেথ মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার দুপুরে র‌্যাব জানায়, উদ্ধার হওয়া এসব মাদকের বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।

র‌্যাব-৭ এর অধিনায়ক মশিউর রহমান জানান, আট মাস আগে মাছ ব্যবসার আড়ালে এসব মাদক টেকনাফ থেকে চট্টগ্রামে নিয়ে আসেন রুবেল নামে এক যুবক। পরে তিন সহযোগী শহীদুল ইসলাম, কাজী আমিনুর রশিদ ও সাইমন তারেককে মাদক বিক্রির দায়িত্ব দিয়ে সৌদি আরব চলে যান তিনি। সোমবার রাতে চট্টগ্রামের পাথরঘাটা এলাকায় তিন সহযোগী এসব মাদক বিক্রির চেষ্টা করলে র‌্যাবের হাতে ধরা পড়ে।

তিনি বলেন,  ক্রিস্টাল আইস মাদক মূলত মিয়ানমার হয়ে বাংলাদেশে ঢুকছে। স্কুল কলেজের শিক্ষার্থীদের টার্গেট করে এসব মাদক নিয়ে আসা হচ্ছে। বেশী লাভের আশায় অন্য পেশা ছেড়ে এই ব্যবসায় জড়িয়ে পড়ছেন অনেকে।

প্রকৌশল নিউজ/এমআরএস