জাল সনদ ও তৈরীর সরঞ্জামাদিসহ গ্রেপ্তার এক
রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে জাল সনদ ও জাল সনদ তৈরীর সরঞ্জামাদিসহ মোঃ ওমর ফারুক ওরফে সুমন (৪০) নামের একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানায় র্যাব-১০।
বিজ্ঞপ্তিতে র্যাব-১০ জানায়, শুক্রবার রাত সাড়ে ১১ টায় নিউমার্কেট থানাধীন নীলক্ষেত বাকুশাহ এলাকায় একটি অভিযান পরিচালনা করে বিভিন্ন শিক্ষা বোর্ডের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট প্রস্তুত চক্রের সদস্য মোঃ ওমর ফারুক ওরফে সুমনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ৬৫টি ভূয়া সার্টিফিকেট, একটি সিপিইউ, একটি মনিটর, একটি কীবোর্ড, একটি প্রিন্টার ও একটি মাউস জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন শিক্ষাবোর্ডের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সার্টিফিকেট, জাল ভোটার আইডি কার্ড এবং বিভিন্ন ধরনের জাল দলিল পত্রাদি তৈরী করে ব্যবসার আড়ালে জালিয়াতি কর্মকান্ড চালিয়ে আসছিল। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
প্রকৌশল নিউজ/এমআরএস