আপত্তিকর ভিডিও ও ছবি ভাইরালের অভিযোগে গ্রেপ্তার ১
সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর ভিডিও ও ছবি ভাইরাল করার ভয় দেখিয়ে টাকা আত্মসাৎকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা সাইবার এন্ড স্পেশাল ক্রাইম বিভাগ। গ্রেপ্তারকৃতের নাম- মোঃ শাহীন আলম হৃদয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি মোবাইল ও তার ফেইসবুক আইডি জব্দ করা হয়।
বৃহস্পতিবার অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ নাজমুল হক জানান, গত ১৬ আগস্ট পৌনে বিকাল ৬ টায় রাজধানীর মুগদা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, গত ১৫ জুন বাড্ডা থানায় এ ঘটনায় একটি মামলা হয়। অভিযুক্ত শাহীন, বাদীর ছোট বোন ছালমা (ছদ্মনাম) এর সাথে ফেইসবুকে বন্ধুত্ব হয়। পরবর্তীতে তারা মেসেনঞ্জারে ভিডিওকলে কথা বলা শুরু করে। সম্পর্ক ঘনিষ্ঠ হলে কথার ছলে ভিকটিমকে নগ্ন হতে বাধ্য করে। ভিকটিমের অজান্তে সেই ভিডিও কথোপথন স্ক্রীন রেকর্ডার দিয়ে রেকর্ড করে রাখে। সেই আপত্তিকর ছবি ও ভিডিও ভাইরাল করে দেয়ার ভয় দেখিয়ে কুপ্রস্তাব দিতে থাকে। ভিকটিম তাতে রাজী না হলে টাকা দাবী করে হুমকি দিতে থাকে। ভিকটিম বিষয়টি তার পরিবারকে জানালে ভিকটিমের ভাই বাদি হয়ে উক্ত মামলাটি করেন।
প্রকৌশল নিউজ/এমআরএস