স্ত্রীসহ জনপ্রশাসনের সচিব নাজিম উদ্দিনের সম্পদের হিসাব চেয়েছে দুদক


প্রকৌশল প্রতিবেদক :
স্ত্রীসহ জনপ্রশাসনের সচিব নাজিম উদ্দিনের সম্পদের হিসাব চেয়েছে দুদক
  • Font increase
  • Font Decrease

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (বর্তমানে সাময়িক বরখাস্ত) নাজিম উদ্দিন ও তার স্ত্রীসহ নির্ভরশীল ব্যক্তিদের নামে থাকা সম্পদের হিসেব চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) এ সচিবের স্থাবর ও অস্থাবর সব সম্পদের বিবরনী দাখিলের জন্য সময় বেধে দেওয়া হয়েছে।

দুদকের উপ পরিচালক (গণমাধ্যম) আরিফ সাদেক জানিয়েছে কুড়ি গ্রামের সাবেক রেভিনিউ ডেপুটি কালেক্টর বর্তমানে- জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (সাময়িক বরখাস্ত) নাজিম উদ্দিন ও তার স্ত্রীর এবং তার উপর নির্ভরশীল ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ধারা ২৬ (১) -এর ক্ষমতাবলে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন। তাদের স্বনামে -বেনামে অর্জিত যাবতীয় স্থাবর, অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস এবং তা অর্জনের বিস্তারিত বিবরণী এই আদেশ প্রাপ্তির ২১(একুশ) কার্যদিবসের মধ্যে কমিশন বরাবরে দাখিল করতে নির্দেশ দিয়েছে কমিশন।

আদেশে আরও বলা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে যদি তিনি সম্পদ বিবরণী দাখিল করতে ব্যর্থ হন অথবা মিথ্যা বিবরণী দাখিল করেন, তাহলে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ধারা ২৬(২) মোতাবেক তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে দুর্নীতি দমন কমিশন।

এদিকে বাংলাদেশ বেতারের সাবেক মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল এবং অন্যান্যের বিরুদ্ধে নিয়োগ ও বদলি বাণিজ্য, মালামাল ক্রয় ও আমদানিতে বিভিন্ন অয়িম ও লুটপাটসহ অটোমেশন সফ্টওয়র ক্রয়ের নামে ১ কোটি ৫ ৫ লাখ টাকা আত্মসাৎপূর্বক অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে দুদক।