কামরাঙ্গীরচর থেকে সংঘবদ্ধ ডাকাতদল গ্রেফতার
রাজধানীর কামরাঙ্গীরচর থেকে অস্ত্র-গোলাবারুদসহ ৫ ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, এক রাউন্ড গুলি, দুটি ওয়ান শুটার গান, পাঁচ রাউন্ড তাজা এ্যামুনেশন, দুটি স্টেইনলেস স্টিলের চাকু ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- মো. ইকবাল(৩২), মো. সোহেল হোসেন ওরফে মামুন(২৪), মো. আরিফ হোসেন ওরফে অপু(২২), শেখ আহমেদ হোসেন ওরফে মুন্না(৪০) ও মো. হাই দারুল ইসলাম ওরফে সোহেল(৩৬)।
মঙ্গলবার বিকেলে র্যাব-১০ (সিপিসি-৩) এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আনিসুজ্জামান এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল রাজধানীর কামরাঙ্গীরচরের পূর্ব রসুলপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানায়, তারা একটি ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের হেফাজতে থাকা বিদেশি পিস্তলসহ দেশীয় অবৈধ অস্ত্র নিয়ে বিভিন্ন যানবাহন থামিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা ও মূল্যবান সম্পদ ছিনিয়ে নিত তারা।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় অস্ত্র মামলা ও ডাকাতি সংগঠনের প্রস্তুতি মামলার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।