মাকে হত্যা : ছেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি


প্রকৌশল প্রতিবেদক:
মাকে হত্যা : ছেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
  • Font increase
  • Font Decrease

রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় পারভিন আক্তার (৪৫) নামের এক নারীকে হত্যার দায় স্বীকার করে আদালতে তার ছেলে সজীব জবানবন্দি দিয়েছেন।

সোমবার সজীবকে আদালতে হাজির করা হয়। আসামি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। এরপর মামলার তদন্তকারি কর্মকর্তা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আসামি সজীবের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমানের আদালত তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

এরআগে শনিবার রাতে র‌্যাব-১০ এর আভিযানিক দল মুন্সীগঞ্জের গজারিয়া থানার আড়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে সজীবকে গ্রেফতার করে।

মামলা সূত্রে জানা যায়, গত ৩০ এপ্রিল রাতে পারিবারিক কলহের জের ধরে মা পারভিন আক্তারের সঙ্গে সজীবের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সজিব তার মায়ের মুখে ইট দিয়ে আঘাত করে। এতে পারভিন আক্তার গুরুতর আহত হন। আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় যাত্রাবাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

প্রকৌশল নিউজ/এমআরএস