চুরি-ডাকাতি চক্র : গৃহকর্মী নূপুর কারাগারে


প্রকৌশল প্রতিবেদক:
চুরি-ডাকাতি চক্র : গৃহকর্মী নূপুর কারাগারে
  • Font increase
  • Font Decrease

স্বর্ণালংকার ও টাকা চুরির অভিযোগে রাজধানীর রামপুরা থানায় দায়ের করা মামলায় গৃহকর্মী নূপুর আক্তারকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার মামলার তদন্ত সংস্থা ডিবি পুলিশ এক দিনের রিমান্ড শেষে নূপুর আক্তারকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে। নূপুরের পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়।

উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মো. আব্দুর রব এ তথ্য জানান।

গত ২৫ জুলাই নূপুর আক্তারের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

জানা যায়, অনলাইন থেকে গত ১৯ জুলাই ১০ হাজার টাকা বেতনে রমনার একটি বাসায় গৃহকর্মী হিসেবে নিয়োগ পান নূপুর আক্তার। নিয়োগের চারদিন পর ২৩ জুলাই সন্ধ্যার দিকে ওই বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ পালিয়ে যান তিনি। এরপর কুমিল্লার লাকসামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (ডিবি) রমনা বিভাগ। এ সময় তার কাছ থেকে একটি স্বর্ণের চুড়ি, একটি স্বর্ণের চেইন, একটি স্বর্ণের আংটি ও নগদ টাকা উদ্ধার করা হয়।

প্রকৌশল নিউজ/এমআরএস