খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতির সিদ্ধান্ত শিগগিরই : আইনমন্ত্রী


প্রকৌশল নিউজ :
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতির সিদ্ধান্ত শিগগিরই : আইনমন্ত্রী

ফাইল ছবি

  • Font increase
  • Font Decrease

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসাপাতালে চিকিৎসাধীন আছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। সম্প্রতি তার উন্নত চিকিৎসায় পরিবারে পক্ষ থেকে বিদেশে নেওয়ার জন্য সরকারের কাছে যে আবেদন জানানো হয়েছে, সে বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার একটি গণমাধ্যমকে এই কথা জানান আইনমন্ত্রী।

আগামী রোববারের আগেই খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার অনুমতির বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার সম্ভাবনা আছে বলেও জানান আইনমন্ত্রী আনিসুল হক।

এদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বেগম জিয়ার শারীরিক অবস্থার কোন উন্নতি হয়েছে সেটা বলা যাবে না। সিসিইউতে নেয়ার পর থেকেই ওনাকে অক্সিজেন সাপোর্ট দেয়া হচ্ছে। এখন আগের চেয়ে বেশি অক্সিজেন দিতে হচ্ছে।