আবরার হত্যা মামলা : যুক্তিতর্ক উপস্থাপন ৭ সেপ্টেম্বর
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার মামলার যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ আগামী ৭ সেপ্টেম্বর ধার্য করেছেন আদালত।
সোমবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত আসামিদের পক্ষে দেওয়া সাফাই সাক্ষ্য শেষে যুক্তিতর্কের এদিন ঠিক করেন। যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলেই আদালত আলোচিত এ মামলার রায় ঘোষণা করবেন।
এর আগে এদিন আসামিদের পক্ষে সাফাই সাক্ষ্য দিতে পাঁচ জনকে আদালতে হাজির করেন আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু। তাদের মধ্য চারজনের সাফাই সাক্ষী আদালত গ্রহণ করে। এরা হলেন- মেহেদী হাসান রাসেলের পক্ষে তার বাবা রুহুল আমিন, সিদ্দিক মিয়া ও মো. রাজিব মোল্লা। আর ইশতিয়াক আহমেদ মুন্নার পক্ষে আদালতে সাফাই সাক্ষ্য দেন মো. রাসেল মিয়া। রাসেলের পক্ষে মো. তাউসিফ নামে একজন সাফাই সাক্ষ্য দিলে এলেও আদালত তা গ্রহণ করেনি।
এর আগে রোববার মেফতাহুল ইসলাম জিয়ন এবং বুয়েট বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল নিজেদের পক্ষে সাফাই সাক্ষ্য দেন।
উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে আসামিরা। এ ঘটনায় ১৯ জনকে আসামি করে পরের দিন ৭ অক্টোবর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ। ওই বছরের ১৩ নভেম্বর ২৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর (দক্ষিণ) গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক ওয়াহেদুজ্জামান। গত বছর ১৫ সেপ্টেম্বর ২৫ আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরু করেন আদালত। মামলায় ৬০ জন সাক্ষীর মধ্যে ৪৬ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। গত ১৪ মার্চ এ মামলায় কারাগারে থাকা ২২ আসামি আত্মপক্ষ সমর্থনে নিজেদের নির্দোষ দাবি করেন। অপর তিন আসামি পলাতক থাকায় আত্মপক্ষ শুনানি করতে পারেনি।
প্রকৌশল নিউজ/এমআরএস