ডিআরইউতে জানাজা শেষে পঞ্চগড়ের পথে সাংবাদিক আফজাল

মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা সাংবাদিক মো: আফজালুর রহমানের মরদেহ বর্তমানে পঞ্চগড়ের পথে রয়েছে। এরআগে বৃহস্পতিবার (২১ জানুয়ারি) রাত ৯টায় প্রিয় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) চত্বরে প্রথম এবং পরে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) কার্যালয়ে দ্বিতীয় জানাজা শেষে তাঁর জন্মস্থান পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ধামোর ইউনিয়নে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে।
‘চ্যানেল ৯’ এর সিনিয়র রিপোর্টার মো: আফজালুর রহমানের নামাজে জানাজায় ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান, জাতীয় প্রেসক্লাবের সহ-সভাপতি রেজোয়ানুল হক রাজা, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন।
জানাজার আগে ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান খান মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য দেন।
ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী বলেন, আফজালুর রহমান খুবই মেধাবী সাংবাদিক ছিলেন। অল্প বয়সে তিনি সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেন। প্রাণোচ্ছ্বল এই সাংবাদিক ব্যক্তিগত জীবনে অত্যন্ত সৎ ও সহজ-সরল প্রকৃতির ছিলেন। তার অকাল মৃত্যুতে দেশ একজন উদীয়মান সাংবাদিককে হারালো।
ডিআরইউ’র সাধারণ সম্পাদক মসিউর রহমান খান জানাজার আগে আফজালুর রহমানের রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চান।
জানাজা শেষে আফজালুর রহমানের কফিনে প্রথমে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ডিআরইউ নেতৃবৃন্দ। এছাড়া শ্রদ্ধা জানান রংপুর বিভাগ সাংবাদিক সমিতি ঢাকা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় মিডিয়া ক্লাব, রিপোর্টার্স এগেইনস্ট করাপশন (র্যাক), গাজী টেলিভিশন পরিবার, ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা)সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
আজ শুক্রবার (২২ জানুয়ারি) পঞ্চগড়ের আটোয়ারীতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
উল্লেখ্য, আফজালুর রহমান করোনায় আক্রান্ত হয়ে গত ৩ জানুয়ারি শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি হন। তিনি আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩১ বছর। তিনি মাতা, পিতা, এক ভাই, দুই বোন ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।