রূপগঞ্জে ১৩৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো বিআইডব্লিউটিএ


প্রকৌশল নিউজ:
রূপগঞ্জে ১৩৫ অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো বিআইডব্লিউটিএ

ফাইল ছবি

  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় শীতলক্ষ্যা নদীর তীরে গড়ে ওঠা দুটি দোতলা ভবনসহ ১৩৫টি অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার নোয়াপাড়া থেকে কাজীপাড়া পর্যন্ত উচ্ছেদ অভিযান চলে। উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহাবুব জামিল। এসময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম পরিচালক শেখ মাসুদ কামাল, সহকারী পরিচালক নূর হোসেনসহ কর্মকর্তারা।

শেখ মাসুদ কামাল সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবারের অভিযানে দোতলা ভবন ২টি, এক তলা ভবন ১৫টি, আধা পাকা ভবন ২৭টি, টিনের ঘর ৮১টি সহ ছোট বড় সব মিলিয়ে ১৩৫ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এসময় শীতলক্ষ্যার কমপক্ষে ১ একর তীরভূমি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, গত দুইদিনে শীতলক্ষ্যা নদীর তীরভূমি দখল করে গড়ে ওঠা ২ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে করে ২ একর তীরভূমি উদ্ধার হয়েছে। নদীর দুই পাশে অবৈধভাবে গড়ে উঠা সব ধরনের স্থাপনা উচ্ছেদ করা হবে।

প্রকৌশল নিউজ/এসআই