গাইবান্ধার পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত


ডেস্ক নিউজ
গাইবান্ধার পলাশবাড়ীতে গণহত্যা দিবস পালিত
  • Font increase
  • Font Decrease

গাইবান্ধার পলাশবাড়ীতে ২৫ মার্চ গণহত্যা দিবস উদযাপন উপলক্ষ্যে মুক্তিযুদ্ধ শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের আয়োজনে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালনে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর প্রধান।

সেখানে আরো বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমান সরকার, পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, মহদীপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, কৃষকলীগ সভাপতি মোহাব্বতজান চৌধুরী, জাতীয় শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, মহিলা আওয়ামীলীগ সভাপতি সাবিনা ইয়াসমিন ঝুনু, ছাত্রলীগ সভাপতি মিল্লাত, মৎস্যজীবীলীগ সভাপতি রাসেল তালুকদার প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা ইন্সেক্টাটর সোহেল মিয়া প্রমুখ।

এসময় পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সহ সভাপতি শহিদুল ইসলাম বাদশা, ভিপি রফিকুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, মহিলা আওয়ামীলীগ নেত্রী ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন তিথি, উপজেলা আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দসহ এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে বঙ্গবন্ধুসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আলহাজ্ব মাওঃ মোস্তাফিজার রহমান রাজা।