মুন্সিগঞ্জে পৌরসভার মেয়রের বাসায় বিস্ফোরণে দগ্ধ ১২


প্রকৌশল প্রতিবেদক:
মুন্সিগঞ্জে পৌরসভার মেয়রের বাসায় বিস্ফোরণে দগ্ধ ১২
  • Font increase
  • Font Decrease

মুন্সিগঞ্জের মীরকাদিম পৌরসভার মেয়র হাজী আব্দুস সালামের বাসায় বিস্ফোরণে দগ্ধ ১২ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে মেয়রের স্ত্রী কাননের (৩৭) অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার মধ্য রাতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতরা অভিযোগ করেছেন পরিকল্পিত ভাবে এ বিস্ফোরণ ঘটানো হয়েছে।

জানা গেছে, চিকিৎসাধীন দগ্ধ অন্যরা হলেন ২ নম্বর ওয়ার্ডের কমিশনার ও প্যানেল মেয়র আওলাদ হোসেন (৪০), ৪ নম্বর ওয়ার্ডের কমিশনার হাজী দ্বীন ইসলাম (৬০), পৌরসভার সচিব সিদ্দিকুর রহমান (৩৮), মেয়রের পিএস মো. তাজুল ইসলাম (২৬), মো. হোসেন কালু (৫০), আমিন আহ মাইনুদ্দিন (৪৫), পৌরসভা অফিসের নিরিপত্তা কর্মী মো. মনির হোসেন (৪৮), নৈশ্য প্রহরী শ্যামল চন্দ্র দাস (৪৫), মেয়রের কর্মী মোশারফ হোসেন (৪০) (বারডেম হাসপাতালের অফিস সহকারী)।

এ ঘটনায় সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সোহেল, প্যানেল মেয়র ১ ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রহিম বাদশা সদর হাসপাতালে চিকিৎসাধীন। 

এছাড়া, মেয়র ও তার বড় ছেলে আল হাসেম পাপ্পু (৩০) হালকা আহত হয়েছেন। তবে তারা বাসাতেই আছেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসক ডা. সাইফুল আযম খান বলেন, আমাদের এখানে ১২ জন দগ্ধকে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে কানন নামে এক নারীকে আইসিইউতে নেওয়া হয়েছে। তার শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে । এক জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাকি ১০জনের শরীরে ২০ শতাংশের কম করে দগ্ধ। তাদেরকে অবজারভেশনে রাখা হয়েছে। 

প্রকৌশল নিউজ/এমআরএস