এক পাষণ্ড কৃষকের কারণে পুড়ে মরল ৩৩ ছানা


প্রকৌশল নিউজ ডেস্ক :
এক পাষণ্ড কৃষকের কারণে পুড়ে মরল ৩৩ ছানা
  • Font increase
  • Font Decrease

ক্ষেতের ধান খাওয়ায় পাখির বাসায় আগুন ধরিয়ে দিয়েছেন ঝালকাঠির পাষণ্ড এক কৃষক। এতে ৩৩টি বাবুই পাখির ছানা পুড়ে মারা গেছে। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে।

এলাকাবাসী জানিয়েছেন, ক্ষেতের ধান খাওয়ায় ওই গ্রামের সিদ্দিক মার্কেটের সামনের তাল গাছে থাকা বাবুই পাখির বাসায় আগুন ধরিয়ে দেন কৃষক জালাল সিকদার। এতেই আগুনে পুড়ে মারা যায় ৩৩টি বাবুই ছানা।

স্থানীয় জুয়েল হোসেন বলেন, নিষ্ঠুর এই কাজ একজন মানুষ করতে পারে তা ভাবতেই অবাক লাগছে। বাবুই পাখির অপরাধ, তারা নাকি ক্ষেতের ধান খেয়ে ফেলে। তার এমন নিষ্ঠুর কাজে এলাকার পাখিপ্রেমী অভিজিৎ আজ শনিবার ঝালকাঠি বন বিভাগকে একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে।

এ বিষয়ে কৃষক জালাল বলেন, আমার ক্ষেতে ধান প্রতিদিন পাখি খেয়ে ফেলায় আমি লোকসানের মুখে পড়েছি। এ জন্য মেজাজ গরম থাকায় পাখির বাসা নষ্ট করেছি। আমি এজন্য অনুতপ্ত।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার বলেন, বিষয়টি আমি জানতে পেরে থানার ওসিকে বলেছি ব্যবস্থা নিতে। ওই ব্যক্তিকে ধরার চেষ্টা চলছে।