মোংলায় ফুডব্যাংকিং বাগেরহাট কল্যাণ সংস্থার ‘ঈদ উপহার’ বিতরণ
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে টালমাটাল গোটা বিশ্ব। করোনার এই কঠিন সময়ে সমাজের অসহায় দুস্থ , হতদরিদ্র এবং পথচারী ছিন্নমূল মানুষের মাঝে ঈদ উপহার নিয়ে দাড়িয়েছে ফুডব্যাংকিং বাগেরহাট কল্যাণ সংস্থা। তারই অংশ হিসেবে অসহায় ১০০ পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেয় সংগঠনটির সদস্যরা।
বুধবার (১২ ই মে) দুপুর ১২ টার সময় বাগেরহাটের মোংলা উপজেলার বিভিন্ন স্থানে ঘুরে দুস্থ , হতদরিদ্র এবং পথচারী ছিন্নমূল মানুষের মাঝে এসব উপহার বিতরণ করা হয়। ঈদ উপহারে ছিল সেমাই, চিনি, দুধ, বাদাম ও কিচমিচ এবং কিছু প্রতিবন্ধীদের মাঝে পান্জাবী বিতরণ করা হয়। এছাড়াও সকাল সাড়ে ১০ টায় স্হানীয় একটি এতিমখানায় ৩০ টি আমপারা ও ৩০ টি রেহেল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, প্রকৌশল নিউজের বাগেরহাট জেলা প্রতিনিধি মো. মাসুদ পারভেজ, দৈনিক গণকন্ঠের মোংলা প্রতিনিধি মো. আলী আজম খাঁন, আহবায়ক মো. মিরাজুল ইসলাম, সদস্য সচিব ইসরাত জাহান কনা, সদস্য মো. আল-আমিন, মো. শাকিল, মো. ফজলে রাব্বী ও সংগঠনের ক্ষুদে সদস্য মো. নুরনবী এহসান।
ফুডব্যাংকিং বাগেরহাট কল্যাণ সংস্থার আহবায়ক বলেন, করোনার এই মহামারিতে আমরা সমাজের খেটে খাওয়া মানুষের জন্য সামান্য উপহার দিতে পেরে অনেক আনন্দ বোধ করছি। সকলের কাছে আবদার আপনারা যার যার অবস্থান থেকে অসহায় মানুষগুলোর প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিন।
এছাড়াও এ কাজে যারা অংশগ্রহণ করেছেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান।