গাজীপুরের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
কালীগঞ্জ-জাঙ্গালিয়া সড়কের পৈলানপুর বটতলা এলাকায় মোটরসাইকেল দূর্ঘটনায় দুইজনের মৃত্যু ঘটে।
বুধবার সন্ধ্যায় গাজীপুরের কালীগঞ্জের পৈলানপুর বটতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে। এ দূর্ঘটনায় মোটরসাইকেলের চালক সোহেল চৌধুরী (৩০) এবং পথচারী শ্রমিক নূর ইসলাম (৩৫) নিহত হয়।
স্থানীয়রা জানায়, শ্রমিক নূর ইসলাম স্থানীয় বিল থেকে ধান কেটে বোঝা নিয়ে কৃষকের বাড়ি ফিরছিলেন। সে সময় পৈলানপুর বটতলা এলাকায় পৌঁছালে কালীগঞ্জগামী সোহেলের মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয় শ্রমিক নূর ইসলাম এবং মোটরসাইকেল চালক সোহেল। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্বরত চিকিৎসক নূর ইসলামকে মৃত ঘোষণা করেন এবং মোটরসাইকেল চালক সোহেলকে ঢাকা মেডিকল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকা আনার পথে সোহেলেরও মৃত্যু হয়।
নিহত মোটরসাইকেলের চালক সোহেল চৌধুরী কালীগঞ্জের জাঙ্গালিয়া ইউনিয়নের বাঙ্গালগাঁও গ্রামের মৃত আশু নেওয়াজের ছেলে। সে বক্তারপুর ছোট দেওলিয়া জামে মসজিদের ইমাম। নিহত শ্রমিক নূর ইসলাম জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ঝিকাতলা গ্রামের মৃত আকাব আলী শেখের ছেলে।
পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করে কালীগঞ্জ থানা পুলিশ।