জাহাজে হার্ট এটাক, ৯৯৯ এ ফোন কলে উদ্ধার


ডেস্ক নিউজ
জাহাজে হার্ট এটাক, ৯৯৯ এ ফোন কলে উদ্ধার
  • Font increase
  • Font Decrease

‘জাতীয় জরুরী সেবা ৯৯৯ নম্বরে এক কলারের ফোন কলে মংলা হারবারিয়া পয়েন্টে নোঙ্গরকৃত জাহাজে হার্ট এটাকে আক্রান্ত স্টাফকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে জীবন বাঁচিয়েছে মংলা কোষ্টগার্ড।

রোববার সন্ধ্যা পৌনে ৬টায় ৯৯৯ নম্বরে মংলা হারবারিয়া পয়েন্টে পশুর নদীতে নোঙ্গরকৃত এম ভি এ এস এ মিলি-১ জাহাজের মাষ্টার  মোঃ খায়রুল ইসলাম ফোন করে জানান, তার জাহাজের কুক হঠাৎ হার্ট এটাকে আক্রান্ত হয়ে অজ্ঞান হয়ে গেছে, নোঙ্গরকৃত জাহাজ থেকে অসুস্থ রোগীকে উপকূলে নেয়ার মতো ব্যবস্থা তাদের নেই। এ অবস্থায় তিনি জরুরী উদ্ধার সহায়তার জন্য অনুরোধ জানান।

 ৯৯৯ তাৎক্ষনিকভাবে মংলা নৌ পুলিশ এবং মংলা কোষ্ট গার্ডের নিয়ন্ত্রণ কক্ষে বিষয়টি জানিয়ে জরুরী উদ্ধার সহায়তার জন্য অনুরোধ জানায়। সংবাদ পেয়ে মংলা কোষ্টগার্ডের একটি উদ্ধারকারী দল অবিলম্বে রওনা দেয়।

পরে মংলা কোষ্ট গার্ডের ষ্টেশন কমাণ্ডার ৯৯৯ কে ফোনে জানান তারা উপকূল থেকে প্রায় এক কিঃমিঃ দূরত্বে অবস্থিত নোঙ্গরকৃত জাহাজ থেকে অসুস্থ কুক আব্দুস সামাদকে (৩২) উদ্ধার করে মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করেন।

সোমবার সকালে ৯৯৯ থেকে কলারকে ফোন করে রোগীর অবস্থা জানতে চাইলে তিনি রোগী আশংকা মুক্ত বলে জানান।  

প্রকৌশল নিউজ/এমএস